Sambad Samakal

শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণে ঘটনাস্থলে সিআইডি-র প্রতিনিধি দল

May 17, 2021 @ 1:14 pm
শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণে ঘটনাস্থলে সিআইডি-র প্রতিনিধি দল

ভোট চলাকালীনই শীতলকুচি গুলিকাণ্ডের যথাযথ তদন্ত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে দিয়ে সিট গঠন করা হয়। এবার ঠিক কী ঘটেছিল তা জানতে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন সিট-এর প্রতিনিধিরা।
জানা গিয়েছে, এদিন সকাল ৮ টা নাগাদ শীতলকুচির জোড়পাটকির যে বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল ৪ জনের, সেখানে যান সিট-এর প্রতিনিধি দল। মূলত ঘটনার পুনর্নির্মাণ করতেই তাঁরা সেখানে যান। এছাড়া শীতলকুচির ওই বুথের বাইরে ঠিক কোথায় গুলি চলেছিল, কী হয়েছিল, তা জানতে গ্রামবাসীর সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ১০ এপ্রিল ভোট চলাকালীন শীতলকুচির জোড়পাটকির একটি বুথে বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয় ৪ যুবকের। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনার তদন্তে ইতিমধ্যে অভিযুক্ত জওয়ান সহ জেলা প্রশাসনিক আধিকারিকদের ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি গোয়েন্দারা।

Related Articles