Sambad Samakal

Madhyamik Result: কোন ফর্মুলায় সাফল্য? কী জানাচ্ছে মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়?

May 2, 2024 @ 7:44 pm
Madhyamik Result: কোন ফর্মুলায় সাফল্য? কী জানাচ্ছে মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়?

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। কোন ফর্মুলায় এই অসাধারণ সাফল্য? সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ফাঁস করল চন্দ্রচূড়।

তাঁর কথায়, স্কুলে অনেক ছাত্রের মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেক পড়ুয়ার জন্য শিক্ষকদের সময় দেওয়া সম্ভব হয় না। তাই গৃহশিক্ষকদের কাছেই মূলত নিজের প্রস্তুতি সম্পন্ন করেছিল সে। এরসঙ্গেই একটানা পড়াশোনা না করে ব্রেক লার্নিং পদ্ধতিই অবলম্বন করেছিল চন্দ্রচূড়।

মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়ের সবথেকে পছন্দের বিষয় হল রসায়ন। ভবিষ্যতে এই বিষয় নিয়েই উচ্চশিক্ষা লাভ করতে চায় সে। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়ে অবসর সময় কাটাতে পছন্দ করে চন্দ্রচূড়।

Related Articles