Sambad Samakal

ভারতে ৫০ শতাংশ মানুষ মাস্ক পরছেন না!

May 21, 2021 @ 11:45 am
ভারতে ৫০ শতাংশ মানুষ মাস্ক পরছেন না!

এত প্রচার। সচেতনতার ঢক্কা নিনাদ। তবুও ভারতবাসী আছেন সেই তিমিরে। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ চলা কালে স্বাস্থ্য মন্ত্রক দেশের ২৫টি শহরে একটি সমীক্ষা করায়। তাতে দেখা যাচ্ছে দেশের জনসংখ্যার মাত্র ৫০ শতাংশ মানুষ ফেস মাস্ক ব্যবহার করছেন। আর অর্ধেক জনসংখ্যা এখনও উদাসীন। এই মৃত্যু মিছিল দেখেও তারা বিচলিত নন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)- এর অধিকর্তা বলরাম ভার্গব জানিয়েছেন এই সমীক্ষার খবর। তিনি জানিয়েছেন যারা মাস্ক পরছেন তার মধ্যে ৬৪ শতাংশই নাক মুখ দু’টি এক সঙ্গে ঢাকছেন না। শুধু তাই নয় মাস্ক ব্যাবহারকারীর ২০ শতাংশ মাস্কটি চোয়ালে নামিয়ে রাখছেন। আর দু’ শতাংশ গলায় ঝুলিয়ে দায় সারছেন! পরিস্থিতি এতটাই খারাপ যে মোট ৫০ শতাংশ জনসংখ্যার ৮৬ শতাংশই মাস্ক ব্যবহারে অসতর্ক।

আইসিএমআর দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে চলেছে। বর্তমানে দেশে দৈনিক ২০ লক্ষের কাছে আরটিপিসিআর পরীক্ষা হয়। আগামী জুনের মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও আরটিপিসিআর মিলিয়ে করোনার পরীক্ষা দৈনিক ৪৫ লক্ষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে ভার্গব জানিয়েছেন। একটি বেসরকারি সংস্থার র‍্যাপিড টেস্ট কিট অনুভোদন দিয়েছে আইসিএমআর। আরও ৪১ টি সংস্থার কিট অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।

Related Articles