Sambad Samakal

নৈহাটি সেফ হোমে করোনা মুক্ত ৩০

May 21, 2021 @ 11:46 am
নৈহাটি সেফ হোমে করোনা মুক্ত ৩০

নৈহাটি সেফ হোম থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩০ জন। বৃহস্পতিবার তাঁরা যে যাঁর ঘরে ফিরে যান। এদিন করোনা মুক্ত হয়ে ঘরে ফেরাদের মধ্যে যেমন ১৩ বছরের কিশোরী রয়েছে, তেমনই রয়েছেন ৮৮ বছরের বৃদ্ধও।
উল্লেখ্য, গত বছরই নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে নৈহাটি বঙ্কিমাঞ্জালি স্টেডিয়ামে অবস্থিত সেফ হোম তৈরি করা হয় করোনা আক্রান্তদের জন্য। নৈহাটির এই সেফ হোম থেকে সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রেকর্ড সংখ্যক মানুষ। মাঝে করোনার প্রকোপ কমে যাওয়ায় অন্যান্য জায়গার মতো এখানেও সেফ হোম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে ফের চালু হয় নৈহাটির সেফ হোম। ১০০ থেকে দুই ধাপে বেডের সংখ্যা বাড়িয়ে ২০০ করা হয় বলে জানান নৈহাটির পুর প্রশাসক মন্ডলীর সদস্য, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সনৎ দে। চালু হয়েছে চার শয্যা বিশিষ্ট অক্সিজেন পার্লারও। আর সেই সেফ হোমের সুষ্ঠু পরিষেবাতেই এদিন করোনামুক্ত হলেন ৩০ জন। বাড়ি ফেরার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলেই জানালেন এখানকার সুচিকিৎসা এবং কর্মীদের ভালো ব্যবহারের কথা।

Related Articles