Sambad Samakal

ফেব্রয়ারিতে খুলতে পারে টালা ব্রিজ: অতীন

Jun 12, 2021 @ 8:50 pm
ফেব্রয়ারিতে খুলতে পারে টালা ব্রিজ: অতীন

সব ঠিক থাকলে ২০২২- এর ফেব্রুয়ারিতে খুলে যেতে পারে টালা ব্রিজ। শনিবার ব্রিজের কাজ পরিদর্শন করে একথা জানান স্থানীয় বিধায়ক তথা কলকাতার পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ।
সংস্কারের জন্য ২০২০ সালের ৩১ জানুয়ারি মাঝরাত থেকে বন্ধ করে দেওয়া হয় কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকার অতি গুরুত্বপূর্ণ এই ব্রিজটি। তারপর ভেঙে ফেলা হয় উত্তর কলকাতার সঙ্গে শহরতলির অন্যতম প্রধান সংযোগকরি এই টালা ব্রিজ। এখনও কোভিড বিধি মেনেই চলছে কাজ। জানা গিয়েছে,
চার লেনের নতুন টালা ব্রিজ ৮০০ মিটার লম্বা হবে। চওড়া ১৯ মিটার। খরচ হবে ৩৬৫ কোটি টাকা। রেল লাইনের উপরের অংশের কাজ এখনও শুরু হয়নি।
নতুন ব্রিজ তৈরি হলে টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপেও বদল হবে। পাইপলাইনের কিছুটা অংশের জন্য রেললাইনের উপর তৈরি হবে সেতু। এই জন্য রেলের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে। সেতুর উপর দিয়ে দক্ষিণের দিকে দুটি পাইপলাইন আনা হবে বলে জানান বিধায়ক।

Related Articles