Sambad Samakal

মালদায় ধৃত চিনা নাগরিকের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

Jun 14, 2021 @ 1:27 pm
মালদায় ধৃত চিনা নাগরিকের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

মালদা থেকে ধৃত চিনা নাগরিককে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। জেরার মুখে সাইবার হামলার পরিকল্পনার কথা স্বীকার করল হাং জুন। দক্ষিণ কোরিয়া, জাপানেও এরকম ঘটনা ঘটেছিল বলে দাবি জানিয়েছে ধৃত চিনা নাগরিক।
অন্যদিকে, ধৃত হাং জুনের ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় লক করা রয়েছে। সেজন্য পাসওয়ার্ড এখনও পর্যন্ত খোলা সম্ভব হয়নি। তবে ভাষা বিশেষজ্ঞদের দিয়ে পাসওয়ার্ড খোলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, উত্তর-পূর্ব চিনের কথ্যভাষা হল মান্দারিন। সেই ভাষাতেই ল্যাপটপ এবং আইফোনের তথ্য গচ্ছিত আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ফলে ভাষা বিশেষজ্ঞদের দিয়ে ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড খুললে ভাষা বিশেষজ্ঞদের নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। অন্যদিকে, হাং জুনকে নিজেদের হেফাজতে নিতে এদিনই লখনউ আদালতে আবেদন জানাবে এনআইএ।

Related Articles