Sambad Samakal

আজ রাত থেকেই পোস্তায় বিকল্প পথে গাড়ি চলবে, দেখে নিন একনজরে…

Jun 14, 2021 @ 2:50 pm
আজ রাত থেকেই পোস্তায় বিকল্প পথে গাড়ি চলবে, দেখে নিন একনজরে…

পিছিয়ে গেল পোস্তা উড়ালপুল ভাঙার দিন। আজ নয়, আগামী ২০ জুন থেকে উড়ালপুল ভাঙার কাজ শুরু হবে। এমনটাই জানালেন পুর ও নগরন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে আজ রাত থেকেই সেতুর নিচে ট্রাফিক বন্ধ করে ভারাবাধা শুরু হবে। ফলে আজ থেকেই আপাতত আগস্ট মাস পর্যন্ত পরিবর্তিত রুটে গাড়ি চলবে বলে জানালেন তিনি। একঝলকে দেখে নেওয়া যাক কোন পথে গাড়ি চলবে…

স্ট্র্যান্ড রোডের মীরবাহাদুর ঘাট রোড থেকে কে কে টেগোর স্ট্রিট পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হবে সব গাড়ি।

স্ট্র্যান্ড রোড থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত মহাত্মা গান্ধী রোড- দু-দিক দিয়েই সবরকমের গাড়ি যাতায়াত করবে।

স্ট্র্যান্ড রোড থেকে উত্তরমুখী পণ্যবাহী গাড়িগুলি বিদ্যাসাগর ট্রাফিক গার্ড এলাকা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রবীন্দ্র সরণীর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

পোস্তা চত্বরে পণ্যবাহী গাড়ি যাতায়াত করার জন্য নবাব লেন ও স্ট্র্যান্ড রোডের মধ্যবর্তী অংশ খুলে দেওয়া হবে।

পোস্তাগামী ছোট গাড়ি যাতায়াত করবে মীরবাহাদুর ঘাট স্ট্রিট ও মহর্ষি দেবেন্দ্র রোড বরাবর।

মহর্ষি দেবেন্দ্র রোড থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত কেকে টেগোর স্ট্রিটের ওয়ানওয়ে করা হবে। কেবল পূর্ব থেকে পশ্চিমে যান চলবে।

নলিনী শেঠ রোড ধরে শুধু দক্ষিণগামী গাড়ি চলাচল করবে।

জগন্নাথ ঘাট রোড ও ক্রস রোডের মধ্যে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড দিয়ে যান চলাচল করতে পারবে।

স্ট্র্যান্ড রোড উত্তর দিয়ে যে বাসগুলি চলাচল করে সেগুলি মহাত্মা গান্ধী রোড ও রবীন্দ্র সরণী ধরে যাবে।

সেতু ভাঙা না হওয়া পর্যন্ত আগামী ১৫ দিন মহাত্মা গান্ধী রোডে ট্রাম চলাচল বন্ধ থাকবে।

Related Articles