Sambad Samakal

দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

Jun 14, 2021 @ 10:11 am
দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। বেলা বাড়লেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। বরং রবিবারের পর আজ, সোমবারও দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০৩০.৮ মিমি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত বলে হাওয়া অফিস জানিয়েছে। ঝুঁকি এড়াতে আগামিকাল পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles