Sambad Samakal

সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Jun 29, 2021 @ 9:52 pm
সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু। যা নিয়ে ভাঁজ বাড়ছে রাজ্য স্বাস্থ্য দফতরের কপালে। তবে এদিনও বেড়েছে সুস্থতার হার। রাজ্যে শেষ ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ১,৫৯৫ জন। এর মধ্যে ১৭৬ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দৈনিক সংক্রমণে এদিনও প্রথম স্থানে এই জেলা। তবে শীর্ষে থাকলেও পরপর দু’দিন এই জেলার দৈনিক সংক্রমণ দুশোর কম। কলকাতাকে পিছনে ফেলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং। এই দুই জেলায় একদিনে সংক্রমিত যথাক্রমে ১৬৭ জন ও । ১৫৯ জন। চতুর্থ স্থানে কলকাতা। মহানগরে একদিনে সংক্রমিত ১৩১ জন।
এদিন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ১৪,৯৮,৩০৫ জন। এদিনের মৃতদের মধ্যে ১১ জন উত্তর ২৪ পরগনার। ৭ জন কলকাতার। হুগলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু ১৭, ৬৭৯। শেষ একদিনে সুস্থ হয়েছেন ২,০২৪ জন। রাজ্যে মোট সুস্থ ১৪, ৫৯, ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪১ শতাংশ।

Related Articles