Sambad Samakal

ডেডবডি হয়ে গেলে ভ্যাকসিনের সার্টিফিকেট কী হবে? প্রশ্ন মমতার

Jul 15, 2021 @ 6:25 pm
ডেডবডি হয়ে গেলে ভ্যাকসিনের সার্টিফিকেট কী হবে? প্রশ্ন মমতার

ভ্যাকসিনের অপ্রতুল জোগান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এবিষয়ে ক্ষোভ উগরে দেন মমতা। তাঁর কটাক্ষ, তিনি বলেছেন, ‘মানুষ ডেডবডি হয়ে গেলে ভ্যাকসিনেসনের সার্টিফিকেট কি ঘরে টাঙিয়ে রাখবে!’
মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ভ্যাকসিন। কেন্দ্র অনেক টাকা তুলেছে, কিন্তু ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ১৪ কোটির বদলে মাত্র ২ কোটি ১২ লক্ষ ভ্যাকসিন পাওয়া গিয়েছে।’ তাঁর প্রশ্ন, ‘ভ্যাকসিন না পেলে কীভাবে সবাইকে ভ্যাকসিন দেব?’
ভ্যাকসিন নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক রাজ্যকে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অনেককে দেওয়া হচ্ছে না। উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য বলে বেশি দেবেন, বাংলাকে দেবেন না, এটা অন্যায়।’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘এমাসেও ৭৫ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২৫ লক্ষ পেয়েছি। এব্যাপারে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। ভ্যাকসিন না আসায় ৭দিন ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল।’ এদিনও ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানান মমতা।

Related Articles