Sambad Samakal

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বক্তব্য জানানোর সুযোগ চান মমতা

Jul 15, 2021 @ 4:13 pm
ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বক্তব্য জানানোর সুযোগ চান মমতা

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া উচিত। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে, তাতে পক্ষপাতের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই তিনি চান, এবিষয়ে রাজ্যের মতামত জানানোর সুযোগ দিক আদালত। তবে বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলবেন না বলেও জানান মমতা।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিতে পারছে না বিজেপি। তাই হারের পরেও রাজ্যকে নানা ভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। মমতা এদিনও বলেন, যে সময়ে হিংসার কথা বলা হচ্ছে, সেই সময় রাজ্যের আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল। তাই সেই সময়ের ঘটনার দায় কোনও ভাবেই রাজ্যের ওপর বর্তায় না।
উল্লেখ্য, বুধবারই হাইকোর্টে এই মামলার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবধিকার কমিশন। রিপোর্টে ছত্রে ছত্রে রাজ্যকে আক্রমণ করেছে কমিশন। সেই প্রসঙ্গেই এদিন নবান্নে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

Related Articles