Sambad Samakal

কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বেঁধে দিল ইউজিসি

Jul 17, 2021 @ 12:34 pm
কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বেঁধে দিল ইউজিসি

করোনা আবহে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করার সময়সীমা বেঁধে দিল ইউজিসি। স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এমনই নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিজ্ঞপ্তিতে বার্ষিক শিক্ষা সূচি দিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে ইউজিসি স্পষ্ট জানিয়েছে, ৩১ অগাস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করতে হবে। বাকি বর্ষ বা সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ করা হবে তার আগের বর্ষ বা সেমিস্টারের ফল অনুযায়ী। এরপর স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। ভর্তির শূন্যস্থান পূরণের শেষ দিন ৩১ অক্টোবর। ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে। তবে দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশে দেরি হয় তা হলে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময় সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

Related Articles