Sambad Samakal

কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১০২ টাকা ছাড়াল

Jul 17, 2021 @ 11:59 am
কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১০২ টাকা ছাড়াল

হাজার প্রতিবাদ, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠির পরেও সুরাহা হল না। ফের দাম বাড়ল পেট্রলের। শনিবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০২ টাকার গণ্ডি ছাড়াল। বাড়ল ডিজেলের দামও। চলতি মাসে এই নিয়ে ১০ বার বাড়ল পেট্রলের দাম।
এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৩৪ পয়সা। ফলে লিটার প্রতি পেট্রলের নতুন দাম দাঁড়াল ১০২ টাকা ৮ পয়সা। অন্যদিকে, ২১ পয়সা বাড়ল ডিজেলের দাম। ফলে এক লিটার ডিজেলের দাম হল ৯৩.০২ টাকা।
শুধুই কলকাতা নয়। দেশের অন্যান্য শহরেও পেট্রল, ডিজেলের দাম বাড়ল।
এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের দাম দাঁড়াল ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম হল যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। তবে পেট্রলের দাম সর্বোচ্চ জয়পুরে, ১০৮.৭১ টাকা। লাগামছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের।

Related Articles