Sambad Samakal

Weather: কেমন থাকবে আজকের আবহাওয়া?

Aug 13, 2021 @ 9:59 am
Weather: কেমন থাকবে আজকের আবহাওয়া?

দুর্যোগের ঘনঘটা এখনও কাটেনি। একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সেখানে শুক্রবার জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং এবং কলিম্পংয়ে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা জারিভয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা।
এদিন দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও মেঘলা আকাশের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

Related Articles