অবেশষে ১৩ মাস পরে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার সুপ্রিমকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। বাড়িতে সিবিআই অভিযানের সময়ে এই জীবনকৃষ্ণই গোয়েন্দাদের চোখ এড়িয়ে নিজের মোবাইল ফোন ছুঁড়ে পানা পুকুরে ফেলে দিয়েছিলেন। যা খুঁজতে মাটি কাটার মেশিন আসনে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে। উল্লেখ্য, এই প্রথম নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কোনও তৃণমূল বিধায়ক জামিন পেলেন।