ভোটের মধ্যেই সীমান্তে গুলি করে মানুঅ মারছে বিএসএফ! মঙ্গলবার কল্যাণীর জনসভা থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “আজও শুনলাম বর্ডারে বিএসএফ গুলি চালিয়ে এক জনকে মেরেছে। পরে বলবে তার কাছে আর্মস ছিল। এই ধরনের ঘটনা ঘটছে। গতকাল ভোটের দিনও বিজেপি ঝাণ্ডা লাগানো টোটোয় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের নিয়ে গেছে। এটা বেআইনি। মডেল কোডের বিরোধী। টোটো চালক ভাইদের কাছে আবেদন, আপনারাও সতর্ক থাকুন।”
প্রসঙ্গত, গতরাতে জলপাইগুড়ির চাউলহাটি সীমান্তে চোরা চালানের অভিযোগে বিএসএফের গুলিকে এক যুবকের মৃত্যু হয়েছে। সেই ঘটনা নিয়েই এদিন সরব হলেন তৃণমূল সুপ্রিমো।