Sambad Samakal

VACCINE : বাড়ি বসে ভ্যাক্সিনের নিয়ম ও শর্ত বদল নিয়ে কী বললেন ফিরহাদ?

Aug 14, 2021 @ 11:27 pm
VACCINE : বাড়ি বসে ভ্যাক্সিনের নিয়ম ও শর্ত বদল নিয়ে কী বললেন ফিরহাদ?

সুশ্বেতা ভট্টাচার্য

কলকাতায় বাড়ি, বয়স আশি পেরিয়েছে, কিন্তু এখনও করোনার ভ্যাক্সিনের একটাও ডোজ হয়নি? অথবা দুর্ঘটনা বা অসুস্থতার কারণে পক্ষঘাতগ্রস্ত বা শয্যাশায়ী হওয়ার ভ্যাক্সিন সেন্টারে গিয়ে টিকা নিতে পারছেন না? এমন পরিজন নিয়ে চিন্তিত পরিবারের অন্য সদস্যরা। তঁাদের বলছি, একদম চিন্তা করবেন না, পুরসভাই এবার আপনার বাড়িতে যে কোনওদিন বিকালেই টিকাকর্মীদের পাঠিয়ে দেবে। অবশ্য তঁার আগে আপনাকে নিয়ম মেনে দু’টি কাগজ জমা দিয়ে আসতে হবে বাড়ির কাছের পুরসভার ভ্যাক্সিন সেন্টারে। যঁাদের বয়স আশি উর্দ্ধ ও অসুস্থ-শয্যাশায়ী, তঁাদের বাড়িতে গিয়ে কোভিডের টিকা দেওয়ার নয়া নিয়মের কথা শনিবার জানিয়ে দিলেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজের ঘরে বসে করোনার ভ্যাক্সিন নেওয়ার সময় ব্যক্তিগত একজন চিকিৎসক হাজির থাকা বাধ্যতামূলক বলে নয়া বিজ্ঞপ্তি জারি করছে পুরসভা। ফিরহাদের কথায়, “ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মেনে টিকাদানের সময় যিনি টিকা নেবেন তঁার পাশে একজন চিকিৎসক থাকা বাধ্যতামূলক। তাই বাড়িতে যিনি টিকা নেবেন তঁার ব্যক্তিগত বা অন্য যে কোনও চিকিৎসক থাকতেই হবে। আগেই ওই চিকিৎসকের সম্মতি পত্র ও আধার কার্ডের জেরক্স দিয়ে পুরসভার টিকাকেন্দ্রে এসে বুকিং করতে হবে। পরে পুরসভার স্বাস্থ্যবিভাগ যে কোনওদিন বিকেল পঁাচটা থেকে ছয়টার মধ্যে বাড়ি গিয়ে ওই প্রবীন বা শয্যাশায়ীকে ভ্যাক্সিন দিয়ে আসবেন পুরসভার নির্দিষ্ট জোনের টিকাকর্মীরা।” তবে পরিবারের অন্য সমস্ত সদস্যর টিকাকরণ যেমন সম্পূর্ণ থাকতে হবে এবং শয্যাশায়ী ব্যক্তির ক্ষেত্রে অসুস্থতার প্রমাণ পুরসভার কাছে জমা দিতে হবে। এভাবেই কয়েকদিনের মধ্যে কিংবদন্তী সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের লেক গার্ডেন্সের বাড়িতে গিয়েই ভ্যাক্সিন দিয়ে আসবে পুরসভা। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাতির পরিবারের সদস্যকেও টিকা দিতে বাড়ি যাবেন পুরসভার টিকাকর্মীরা। তবে উভয় ক্ষেত্রে দুই বাড়িতেই টিকার সময় হাজির থাকবেন তঁাদের ব্যক্তিগত চিকিৎসকরা। টিকা গ্রহনের সময় চিকিৎসকের উপস্থিতি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “কিডনির রোগীর ক্ষেত্রে প্রখ্যাত ইউরোলজিস্ট কোনও চিকিৎসকের ওই বাড়িতে টিকাকরণের সময় উপস্থিতি জরুরী নয়, কিন্তু রেচনতন্ত্রের বিষয় জানেন এমন অসুস্থতা হলে পরামর্শ দিতে পারেন এমন ডাক্তার থাকা জরুরি। ”

Related Articles