ব্যস্ত অফিস টাইমে লোকাল ট্রেনে চড়ে জনসংযোগে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী! শনিবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে নিয়ে ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে উঠে পড়েন রচনা। ভিড় ট্রেনে ‘দিদি নম্বর ওয়ান’কে দেখে কার্যত চমকে যান নিত্যযাত্রীরা।
সকলের সঙ্গে গল্প ও কুশল বিনিময় করতে করতে এগোতে থাকেন রচনা। চন্দননগর সহ বেশ কয়েকটি স্টেশনে নেমে প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সঙ্গেও জনসংযোগ সারতে দেখা যায় তাঁকে। নিত্যযাত্রীদের সেলফি তোলার আবদারও মেটান রচনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি আমার মত করে জনসংযোগ সারছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, গল্প করছি। ট্রেনে চড়তে আমার বেশ ভালোই লাগে। কতদিন পরে ট্রেনে চড়ার সুযোগ পেলাম।”