Sambad Samakal

SC-ST : তপশিলী সম্প্রদায়ের উন্নয়নে বিশেষ ঘোষণা মমতার

Aug 25, 2021 @ 4:00 pm
SC-ST : তপশিলী সম্প্রদায়ের উন্নয়নে বিশেষ ঘোষণা মমতার

অনগ্রসর শ্রেণির উন্নয়নে বিশেষ জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তফশিলি জাতির জন্য বরাদ্দ বাড়ানো হল। চাকরি ক্ষেত্রেও তাঁদের জন্য সংরক্ষণ বাড়ল। বুধবার নবান্নে তপশিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দেশে আমরাই প্রথম তপশিলি জাতিদের জন্য কাউন্সিল গঠন করেছি। এখন থেকে চাকরিতে ২২ শতাংশ সংরক্ষিত করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য। এছাড়া তপশিলি পড়ুয়াদের কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাড়ে ছয় লক্ষ তপশিলিকে স্কিল ট্রেনিং দেওয়া হচ্ছে।

তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নের পৃথকভাবে কাউন্সিল গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কাউন্সিলের প্রথম বৈঠক ছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণির জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি, সিতাইয়ের বিধায়ক সহ কাউন্সিলের অন্যান্য সদস্যরা। তপশিলি সম্প্রদায়ের জন্য ইতিমধ্যে তাঁর সরকার পেনশন, আবাস, ছাত্রীদের সাইকেল প্রদান সহ যে বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছে তার পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কাউন্সিলের সদস্যদের সঙ্গে তপশিলি সম্প্রদায়ের একাধিক সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা করেন।

Related Articles