Sambad Samakal

Toy train : টয় ট্রেনে চেপেই এবার জঙ্গল সাফারি

Aug 25, 2021 @ 3:09 pm
Toy train : টয় ট্রেনে চেপেই এবার জঙ্গল সাফারি

প্রায় দেড় বছর পর আজ, বুধবার থেকে ফের চালু হল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন পরিষেবা। এদিন শিলিগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু হল। আগামী সপ্তাহ থেকে জঙ্গল সাফারিতেও টয় ট্রেনের মজা মিলবে।

কাটিহার রেল ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকেই জঙ্গলের মধ্য দিয়ে ছুটবে টয় ট্রেন। পর্যটকদের টয় ট্রেনে জঙ্গল সাফারির মজা দিতে শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারিতে চালু হবে টয় ট্রেন। ২ ঘণ্টার এই সফরে কাচ বেষ্টিত টয় ট্রেনের ভিতরে বসেই জঙ্গলের দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।  

উল্লেখ্য, ২০২০-র ২২ মার্চ দার্জিলিঙে বন্ধ করে দেওয়া হয় দার্জিলিংয়ের টয় ট্রেন। গত ১৬ অগস্ট থেকে দার্জিলিঙের ঘুমে শুরু হয়ে গেছে টয় ট্রেনের জয় রাইড। এবার পুরোদমে টয় ট্রেন পরিষেবা চালু হল এবং জঙ্গল সাফারিতে টয় ট্রেন চালু হলে পর্যটকদের ভিড় বাড়বে বলেই আশাবাদী  ব্যবসায়ীরা।

Related Articles