Sambad Samakal

ISL: মমতার হস্তক্ষেপে জটমুক্তি ইস্টবেঙ্গলের

Aug 25, 2021 @ 6:14 pm
ISL: মমতার হস্তক্ষেপে জটমুক্তি ইস্টবেঙ্গলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে জটমুক্তি হল লাল-হলুদের। আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বৈঠকের শুরুতে বলেন, “আমি শ্রী সিমেন্টের কাছে অনুরোধ করেছিলাম গত পরশুদিন আবার। ইস্টবেঙ্গলের একটা ব্র্যান্ড ভ্যালু আছে সারা পৃথিবী জুড়ে।  খেলাটা বন্ধ হয়ে গেলে সবাই খুব দুঃখ পাবে।আপনারা জানেন যে, মোহনবাগান আইএসএল খেলছে। শ্রী সিমেন্টের উদ্যোগে ইস্টবেঙ্গল আগেরবার আইএসএল খেলেছে। এবছর ওদের একটা আনসার্টেন্টি ছিল এখনও পর্যন্ত। আদৌ খেলতে পারবে কি না!” এরপরেই শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, “আমরাও চাই এখানে খেলা হোক। কিছু একটা সমস্যার ছিল যার জন্য টার্মশিটের পর চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে পারিনি। কিন্তু আপনি যখন অনুরোধ করেছেন, আমরা ঠিক করেছি যে, এই বছর আমরা আইএসএল খেলব।” এরপরই শ্রী সিমেন্টের কর্তাকে ধন্যবাদ জানান মমতা। ইস্টবেঙ্গল ক্লাব ও সকল সমর্থককে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘খেলা হবে।’

Related Articles