Sambad Samakal

Vehicles Policy: ভিন রাজ্যের গাড়ি রেজিস্ট্রেশন ছাড়াই কীভাবে চলবে বাংলায়?

Aug 29, 2021 @ 1:52 am
Vehicles Policy: ভিন রাজ্যের গাড়ি রেজিস্ট্রেশন ছাড়াই কীভাবে চলবে বাংলায়?

এবার থেকে পৃথক রেজিস্ট্রেশন ছাড়াই ভিন রাজ্যের গাড়ি ছুটবে বাংলার রাজপথে। শনিবার কেন্দ্রের নতুন নিয়মের জেরে মিলবে এই সুবিধা। একই ভাবে অন্য রাজ্যে প্রবেশের জন্যও আলাদা করে কোনও রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না বাংলার গাড়ির। তবে তার জন্য সংশ্লিষ্ট গাড়িতে থাকতে হবে একটি বিশেষ রেজিস্ট্রেশন মার্ক।
নতুন যানবাহনের জন্য এদিন নতুন এই রেজিস্ট্রেশন মার্ক সামনে আনল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। নতুন এই রেজিস্ট্রেশন মার্কের নাম দেওয়া হয়েছে ‘ভারত শৃঙ্খলা’ (BH)। মন্ত্রক জানাল,এই রেজিস্ট্রেশন মার্ক থাকলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যানবাহন নিয়ে গেলে আর নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না।
তবে এই সুবিধা সকলের জন্য নয়। মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মী, প্রতিরক্ষা কর্মী, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা যাদের ৪ বা ততোধিক রাজ্যে শাখা রয়েছে, তারাই কেবলমাত্র এই নতুন সুবিধা পাবেন।

Related Articles