লম্পট, চরিত্রহীন! বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল খাঁ’কে পাশে নিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ’কে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বলেন, “এখানকার বিজেপি প্রার্থী লম্পট চরিত্রহীন। তাঁকে ভোট দেবেন না। যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কি সমাজের জন্য কোনও ভালো কাজ করতে পারে! গতবারের নির্বাচনে সৌমিত্র খাঁ আদালতের নির্দেশে বিষ্ণুপুরে ঢুকতে পারেনি, ওঁর হয়ে প্রচার করেছিল সুজাতা। সেই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সৌমিত্র খাঁ বাঁকুড়া-বিষ্ণুপুরের জন্য কী করেছে! কেন্দ্র থেকে এক টাকা এনেও এখানকার মানুষে জন্য খরচ করেছে! উল্টে বিষ্ণুপুরকে বাংলা থেকে ভাগ করার কথা বলেছে। তাই সকলের কাছে আবেদন সুজাতা মণ্ডল খাঁ’কে সমর্থন করুন।”