Sambad Samakal

Beauty Tips: নভেম্বরের হাল্কা ঠান্ডায় ত্বকের যত্ন নেবেন কী করে?

Nov 1, 2021 @ 3:28 am
Beauty Tips: নভেম্বরের হাল্কা ঠান্ডায় ত্বকের যত্ন নেবেন কী করে?

অক্টোবরের শেষ থেকেই কলকাতা সহ রাজ্যের আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে। হাল্কা হাল্কা ঠান্ডায় অনেকের ত্বকেই টান ধরা শুরু হয়েছে। এই সময়ে নিজের ত্বকের যত্ন নেবেন কী করে? রইল তার কয়েকটি টিপস–

১) নিয়মিত ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার রাখুন। ক্রিম বেসড ক্লিনজার ব্যবহার করবেন। এতে ত্বকের শুষ্কতার সমস্যা কমবে।

২) রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই নাইট ক্রিম মাখুন। ঘুমের মধ্যে ত্বকের সাথে এই ক্রিম ভালো করে মিশে গিয়ে ত্বকের পেলবতা রক্ষা করে।

৩) ত্বকের রুক্ষত ভাব কাটাতে টোনার অত্যন্ত ভালো কাজ করে। স্নানের পরে, তুলোয় টোনার নিয়ে ভালো করে মেখে নিন। শুকিয়ে গেলে ত্বকের টানটান ভাব দূর হয়ে যাবে।

৪) প্রতিদিন স্নানের পরে অলিভ অয়েল মাখার চেষ্টা করুন। ত্বক নরম থাকবে।

৫) শুষ্কতার সমস্যা কমাতে বাড়িতে তৈরি ফেস মাস্ক ব্যবহার করুন। মধু, কলা, টক দই দিয়ে এই ফেসমাস্ক তৈরি করে নিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *