Sambad Samakal

Edible Oil: অবশেষে কমছে রান্নার তেলের দাম

Nov 3, 2021 @ 6:39 pm
Edible Oil: অবশেষে কমছে রান্নার তেলের দাম

বাজারে আগুন দর। চড়া দাম সরষে থেকে রিফাইন্ড তেলেরও। অবশেষে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে খবর এল দাম কমছে ভোজ্য তেলের। ভোজ্য তেলের খোলাবাজারে প্রতি লিটারে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। সর্ষে, সাদা, সোয়াবিন, অলিভ সব ধরনের তেলেরই দাম কমবে বলে আশ্বাস দিয়েছে উৎপাদনকারী সংস্থাগুলো।

ভোজ্য তেলের দাম কমাতে বেশ কয়েক দিন ধরেই উদ্যোগী হয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী লিটার প্রতি সর্ষের তেলের দাম ছিল ১৯০ টাকা, বাদাম তেলের দাম ছিল ১৮১ টাকা, সূর্যমুখী তেলের দাম ছিল ১৬৮ টাকা। ভোজ্যতেল উৎপাদনকারী সংস্থা এস.ই.এ বিবৃতি দিয়ে জানিয়েছে, উৎসবের মরসুমে প্রতি টন তেলের দাম ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে। ফলে খুচরো বাজারে এর প্রভাব দেখা যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *