Sambad Samakal

Mamata: কলকাতায় দলের কাউন্সিলরদের কাজ কী হবে? জানিয়ে দিলেন মমতা

Dec 15, 2021 @ 5:31 pm
Mamata: কলকাতায় দলের কাউন্সিলরদের কাজ কী হবে? জানিয়ে দিলেন মমতা

গোয়া থেকে ফিরেই কলকাতা পুরভোটের প্রচারে নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ও মধ্য কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে বুধবার বিকেলে ফুলবাগানে জনসভা করেন মমতা। সেখানেই দলীয় কাউন্সিলরদের কাজ কী হবে তা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি।

মমতা বলেন, “কাউন্সিলর হলে মানুষের কাজ করতে হবে। ওয়ার্ডে কোন বিপদ হলে সবার আগে দৌঁড়ে যেতে হবে। কোথায় রাস্তা খারাপ, কোথায় কল খারাপ, কোথায় পাইপ বদলাতে হবে, সেই বিষয়ে নজর রাখতে হবে। যারা এই কাজ করতে পারবেন না তাদের কাউন্সিলর হওয়ার দরকার নেই। কাউন্সিলর মানে এটা নয় যে এত টাকায় বাড়ি তৈরির মাল নিতে হবে!”

নিজের বাসস্থান ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একটি ভূমিকার কথাও প্রকাশ্য মঞ্চে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার ওয়ার্ডে আমি একদিন যাচ্ছিলাম। কিছু লোক আমায় বলল, দিদি এখানে পাইপটা বদলাতে হবে। কাউন্সিলরকে বারবার বলেও কিছু হচ্ছে না। আমি ফোন করে ওকে বললাম, এই কাজটাও কী আমায় করতে হবে! ওকে এবার তাই আর টিকিট দিই নি!”

ওয়াকিবহাল মহলের মতে, জনসভা থেকে নির্বাচনের আগেই দলের ভাবী কাউন্সিলরদের স্বচ্ছ ভাবমূর্তি ও কাজের পাঠ দিয়ে রাখলেন স্বয়ং দিদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *