আসানসোলের নির্বাচনী জনসভা থেকে বিজেপি প্রার্থী এস.এস আলুয়ালিয়াকে এবার নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কুলটির জনসভা থেকে তাঁর নাম না করে একাধিক প্রশ্নবাণ ছুঁড়ে দেন মমতা।
এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “এবার বিজেপির প্রার্থী পরিবর্তন হয়ে গেছে। কীভাবে এই সিটটা তিনি ম্যানেজ করেছেন জানি। তিনি আগেও সাংসদ ছিলেন। আমি তাঁকে শ্রদ্ধা করেই জানতে চাই, তিনি এক জন শিখ সম্প্রদায়ের মানু্ষ। যখন আমাদের এক জনয় শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হল, তখন কেন প্রতিবাদ করেননি? যখন বাংলার ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হল, তখন সংসদে কেন প্রতিবাদ করেননি?”
একসঙ্গেই মমতার আরও দাবি, “উনি এরআগে কীভাবে জিতেছিলেন, আমার জানা আছে। ভোটেী আগে টাকার খাম নিয়ে এলে বলবেন, মোদিজি বলেছিলেন ১৫ লক্ষ করে টাকা দেবেন, সেটা দিন। ৫, ১০ হাজার টাকায় কাজ হবে না। তাই ভোটটা আমাদের দেবেন। আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে আপনি বিপদে পাশে পাবেন। সারাদেশ তাঁকে শ্রদ্ধা করে। আর বিজেপিকে ভোট দিলে, সাংসদকে আর খুঁজে পাবেন না।”