Sambad Samakal

Duare Sarkar: অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স, ‘দুয়ারে সরকার’ পেল জাতীয় সম্মান

Jan 3, 2022 @ 2:18 pm
Duare Sarkar: অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স,  ‘দুয়ারে সরকার’ পেল জাতীয় সম্মান

ফের জাতীয় স্তরে স্বীকৃতি পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে।

সিএসআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের দরজায় সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার নিরিখে এই প্রকল্প অভিনব। তাই অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স দেওয়া হচ্ছে। ভারতের সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানি, শিক্ষাবিদদের নিয়ে তৈরি এটিই সর্ব-বৃহৎ সংগঠন। প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্প শুরু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পের মাধ্যমে প্রতিটি এলাকায় সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *