Sambad Samakal

Gates Of Hell: বন্ধ হচ্ছে পৃথিবীর ‘নরকের দরজা’!

Jan 12, 2022 @ 8:47 am
Gates Of Hell: বন্ধ হচ্ছে পৃথিবীর ‘নরকের দরজা’!

টানা ১৯৭১ সাল থেকে জ্বলতে থাকা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির বিখ্যাত জ্বালামুখ পৃথিবীতে ‘নরকের দরজা’ বলে পরিচিত। বিশ্ব পর্যটনস্থল হিসেবে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয় এখানে। ৬৯ মিটার চওড়া ও ৩০ মিটার গভীর এই ক্রেটার বা জ্বালামুখ থেকে প্রাকৃতিক গ্যাসের প্রভাবে বেরতে থাকা আগুনের বিভিন্ন ভয়াবহ রুপ দেখা যায়। তাই এর নাম ‘নরকের দরজা’।

সেই নরকের দরজা এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তুর্কমেনিস্তান সরকার। বিশ্বের প্রাকৃতিক গ্যাস ভান্ডারের হিসেবে ৬ নম্বর স্থানে রয়েছে তুর্কমেনিস্তান। মনে করা হচ্ছে ওই জ্বালামুখ বন্ধ করে দিয়ে, বিজ্ঞানসম্মত উপায়ে ওই স্থান থেকে প্রাকৃতিক গ্যাস মাইনিং শুরু করতে চলেছে তুর্কমেনিস্তানের সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *