Sambad Samakal

Nobel: ইউক্রেনের শিশুদের জন্য নোবেল বিক্রি করলেন সাংবাদিক!

Jun 25, 2022 @ 2:16 am
Nobel: ইউক্রেনের শিশুদের জন্য নোবেল বিক্রি করলেন সাংবাদিক!

গত বছরের অক্টোবরের কথা। বাক স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে অক্লান্ত লড়াইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। এবার ‘শত্রুপক্ষ’ ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিজের সেই নোবেল বিক্রি করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নোবেল পুরস্কার বিক্রির কথা জানিয়েছেন দিমিত্রি মুরাতভ নিজেই।জানা গিয়েছে, বিগত ২০ জুন বিশ্ব শরনার্থী দিবসে এক ব্যক্তি সেই নোবেল পুরস্কার কিনে নেন। মোট ১০ কোটি ৩৫ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়েছে নোবেলটি। অর্জিত অর্থের সবটাই উদ্বাস্তু শিশুদের ত্রাণের জন্য তৈরি তহবিলে দেওয়া হবে জানিয়েছেন ওই সাংবাদিক। তবে তাঁর এই উদ্যোগকে আদৌ ভালো চোখে দেখছে না ক্রেমলিন। দেশদ্রোহিতার অভিযোগে দিমিত্রি মুরাতভের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে পুতিন সরকার।

Related Articles