শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে সিবিআই অভিযান ও এনএসজি তল্লাশিকে ‘সাজানো নাটক’ বলে কটাক্ষ করল তৃণমূল। ‘অতিনাটকীয়’ ভাবে গোটা প্রক্রিয়াটি মঞ্চস্থ করা হয়েছে বলে এবার দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুণাল লিখেছেন, “অতিনাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে দিল্লির তরফে। আগাম সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে। খবর ছড়িয়ে, যন্ত্র নামিয়ে বাজার গরম করছে। পুলিশের আরও সতর্ক থাকা দরকার।”
প্রসঙ্গত, এদিন সন্দেশখালিতে সকাল থেকে অভিযান চালিয়ে সিবিআই বেশ কয়েকটি বিদেশি-দেশি বন্দুক, কার্তুজ, বোমা উদ্ধার করেছে। অন্যদিকে, রোবট নামিয়ে এনএসজি একটি রহস্যময় ব্যাগ উদ্ধার করেছে। যদিও তাতে কী রয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।