সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি দখল, ইডির ওপর হামলা সহ সমস্ত মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হল রাজ্য।
রাজ্যের তরফে এসএলপি দাখিল করে দাবি করা হয়েছে, সন্দেশখালি কাণ্ডে তদন্তের জন্য রাজ্য পুলিশ যথেষ্ট সক্ষম। মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে রাজ্য পুলিশই গ্রেফতার করেছিল। তাই কলকাতা হাইকোর্টের সিবিআই নির্দেশ খারিজ করে গোটা মামলার তদন্তভার যেন রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার শুনানি শুরু হতে পারে।