Sambad Samakal

WHO: ভারতে ছড়াচ্ছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! আশঙ্কা হু’র

Jul 7, 2022 @ 10:14 am
WHO: ভারতে ছড়াচ্ছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! আশঙ্কা হু’র

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে আরও উদ্বেগের খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানানো হয়েছে, বিএ.২.৭৫ ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি নতুন শাখা ক্রমশ থাবা বসাচ্ছে গোটা বিশ্বজুড়ে। হু’র আশঙ্কা ভারতে ইতিমধ্যেই এই নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস জানিয়েছেন, “শেষ দু সপ্তাহে গোটা বিশ্বজুড়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। ভারতের মতো দেশে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের আরও সতর্ক হতে হবে।” বিশেষজ্ঞদের মতে, বাড়তে থাকা কোভিড সংক্রমণ এড়াতে এই মুহূর্তে সকলকেই যথাযথ কোভিড মেনে চলতে হবে।

Related Articles