Sambad Samakal

TET: টেট পরীক্ষায় বাড়তি নম্বর বিতর্কে হলফনামা আকারে আদালতে তালিকা দিতে হবে পর্ষদকে

Aug 16, 2022 @ 5:56 pm
TET: টেট পরীক্ষায় বাড়তি নম্বর বিতর্কে হলফনামা আকারে আদালতে তালিকা দিতে হবে পর্ষদকে

২০১৪-র টেট পরীক্ষায় বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় শুনানিতে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তালিকা তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, কারা ওই নম্বর পাওয়ার ক্ষেত্রে যোগ্য প্রার্থী ছিলেন? এ ব্যাপারে কাট অফ মার্কস (অর্থাৎ যত নম্বর পেলে নিয়াগের যোগ্য বলে গণ্য করা হবে প্রার্থীকে) এবং সংরক্ষণ তালিকা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তথ্য জমা দেওয়ার জন্য পর্ষদকে দু’সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ অগস্ট।

Related Articles