Sambad Samakal

Mamata: ১ সেপ্টেম্বরের কর্মসূচি কীভাবে পালিত হবে জেলায়, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Aug 22, 2022 @ 5:57 pm
Mamata: ১ সেপ্টেম্বরের কর্মসূচি কীভাবে পালিত হবে জেলায়, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

বাংলার দুর্গাপুজোকে ‘ইনটেনজেবল কালচারাল হেরিটেজ’ বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ১ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় মিছিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে তিনি বলেন, “কলকাতার মতোই মিছিল হবে সমস্ত জেলায় জেলায়। সেম মেনু, শুধু আলাদা ভেনু। সমস্ত জেলার ডিএম-এসপির দায়িত্ব নিতে হবে।”

সোমবার দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ১ সেপ্টেম্বরের মিছিলকে ‘কালারফুল’ করতে হবে। পুজো কমিটিগুলো চাইলে নানা রকম রঙিন ছাতা নিয়ে আসতে পারে। কেউ গান গাইতে গাইতে, কেউ বাঁশি বাজাতে বাজাতে, কেউ শঙ্খধ্বনি দিতে দিতে ৪/৫ কিলোমিটার পথ হাঁটবেন।

Related Articles