Sambad Samakal

New Tallent: ‘জোশ অল স্টার্স’-এর হাত ধরে উঠে আসবে বাংলার আগামী কনটেন্ট ক্রিয়েটার্সরা

Aug 23, 2022 @ 9:20 pm
New Tallent: ‘জোশ অল স্টার্স’-এর হাত ধরে উঠে আসবে বাংলার আগামী কনটেন্ট ক্রিয়েটার্সরা

সোমনাথ লাহা

ডিজিটাল প্ল্যাটফর্ম‌ই হল ভবিষ্যতের দিশা। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে তুলে ধরার জন্য ডিজিটালের থেকে ভালো মাধ্যম আর কিছুই নেই। সেই প্রতিভাকেই তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম হল ‘জোশ’। শর্ট এই ভিডিও অ্যাপ্লিকেশনটি মাত্র দু’বছরের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সারা দেশে। ইতিমধ্যেই ‘জোশ অল স্টার্স’-এর হাত ধরে নিজেদের প্রতিভার বিচ্ছূরণ ঘটিয়েছেন কনটেন্ট ক্রিয়েটার্সরা। যে কোন‌ও সাধারণ বিষয়কে অসাধারণ দক্ষতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরা, যা তাদের আনন্দ দেওয়ার পাশাপাশি আর‌ও অনেকের কাছে পৌঁছে দিতে পারে সেই ক্রিয়েটারকে। এক কথায় নিজস্ব গন্ডির সীমানা পেরিয়ে একজন ক্রিয়েটার হয়ে ওঠে স্টার। সেই সঙ্গে রয়েছে আর্থিক উপার্জনের সুযোগ‌ও। আর সেই সুযোগটাই তাকে করে দিয়েছে জোশ অ্যাপের ‘জোশ অল স্টার্স’। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে অসাধারণ সাফল্যের কথা মাথায় রেখে এবার শহর তিলোত্তমায় জোশ সূচনা করল ‘জোশ অল স্টার্স ২.০’ -র।

সোমবার শহর কলকাতার অ্যাক্রোপলিস মল স্থিত একটি স্কাইবার রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে সূচনা হল জোশের এই জ্যাস (JAS) ফেস্টের। এবারে তাদের লক্ষ্য সারা দেশ থেকে ১০,০০০ সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটার্সদের বেছে নিয়ে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কনটেন্ট তৈরিতে দক্ষ করে তুলতে সাহায্য করা, যা ভবিষ্যতে তাদের আর্থিকভাবে অগ্রসর হতে সাহায্য করে। তার‌ই সূচনা এদিন হল শহর তিলোত্তমায়। ৩০ সেকেন্ড কিংবা ১মিনিটের একটি ভিডিও, যার মধ্যে রয়েছে একটি গোটা বিষয়ভাবনা। এন্টারটেনিং ভাবে সেটিকে উপস্থাপন করা। কিন্তু বিষয়টা কি এতটাই সহজ? বোধহয় নয়। তার জন্য প্রয়োজন উপযুক্ত ট্রেনিং ও গ্রুমিংয়ের। সেই কথাকে মাথায় রেখেই ‘জোশ অল স্টার্স’ -র দ্বিতীয় সিজন থেকে কনটেন্ট ক্রিয়েটার্সদের জন্য শুরু করা হল কনটেন্ট ক্রিয়েশন ও শর্ট ভিডিও তৈরির প্রশিক্ষণ একাডেমি। শহর তিলোত্তমা থেকেই সেটিরও আনুষ্ঠানিক সূচনা হল। অনলাইন ক্লাসের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটার্সদের প্রশিক্ষণ দেবেন বিনোদন দুনিয়ার জনপ্রিয় মানুষজনরা। ‘জোশ অল স্টার্স ২.০’-র বাংলাতে সেই মেন্টরশিপের তথা প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, অলিভিয়া সরকার, অভিনেতা জন ভট্টাচার্য সহ জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটার নীরঞ্জন মণ্ডল। এদিন এই চারজন ছাড়াও উপস্থিত ছিলেন জোশ অ্যাপে কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হ‌ওয়া কনটেন্ট ক্রিয়েটার্সরাও। এদিনের অনুষ্ঠানে এই শর্ট ভিডিও অ্যাপটির যাবতীয় ব্যবসায়িক ও প্রযুক্তিগত বিষয়টির উপর আলোকপাত করেন জোশের পূর্ব ভারতের কনটেন্ট বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস্ট ঋক বন্দ্যোপাধ্যায়। অ্যাপের মাধ্যমে জনপ্রিয় হ‌ওয়া ও আর্থিক দিকটির উল্লেখ করেন Key Opinion লিডার মুকুল চৌধুরী। এদিনের অনুষ্ঠানে পারফর্ম করেন ‘জোশ অল স্টার্স’-এর হাত ধরে জনপ্রিয় হ‌ওয়া দুই ক্রিয়েটার মানস(জোশ ব্রেকডান্স) ও দীপাঞ্জন মন্ডল(জোশ সিঙ্গার)। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সেরা কনটেন্ট ক্রিয়েটার্সদের হাতে পুরস্কার তুলে দেন চান্দ্রেয়ী, অলিভিয়া, জন এবং নীরঞ্জন। প্রসঙ্গত ইতিমধ্যেই জোশের এই শর্ট ভিডিও অ্যাপের সৌজন্যে নিজেদের ফ্যান ফলোয়ারের সংখ্যা অনেকাংশেই বাড়িয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রীও। সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার অন্যতম পরিচিত দুই অভিনেতা ইন্দ্রজিৎ বোস ও জয়ী দেবরায়।

Related Articles