Sambad Samakal

Pregnancy Leave: মাতৃত্বকালীন ছুটি নিয়ে নয়া কী নির্দেশ কেন্দ্রের?

Sep 3, 2022 @ 11:22 am
Pregnancy Leave: মাতৃত্বকালীন ছুটি নিয়ে নয়া কী নির্দেশ কেন্দ্রের?

জন্মের পরেই যদি সন্তানের মৃত্যু হয়, বা মৃত সন্তান প্রসব হয়, তাহলে এবার ৬০ দিনের বিশেষ মাতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীরা। মাতৃত্বকালীন ছুটি নিয়ে এবার নতুন এই নির্দেশ জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের (ডিওপিটি) তরফে নতুন এই নির্দেশ জারি করা হয়েছে।

নির্দেশে জানানো হয়েছে, মৃত সন্তানের জন্মের ফলে মায়ের মানসিক আঘাত বা জন্মের পরপরই নবজাতকের মৃত্যুর বিষয়টি মায়ের জীবনে গভীর প্রভাব ফেলে। তাই এই ধরনের ঘটনা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও ওই নির্দেশে জানানো হয়েছে।

Related Articles