Sambad Samakal

Meta: হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহারে এবার গুনতে হবে গাঁটের কড়ি!

Sep 4, 2022 @ 9:44 pm
Meta: হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহারে এবার গুনতে হবে গাঁটের কড়ি!

এবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহারে এবার গুনতে হবে গাঁটের কড়ি। সম্প্রতি একটি প্রতিবেদনে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম-এর জন্য ‘পেইড সার্ভিস’ আনতে চলেছে নিয়ন্ত্রক সংস্থা মেটা (Meta)।

কয়েক মাস আগে বৃহত্তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও জনপ্রিয় দুই সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রামকে একত্রিত করে একটি কোম্পানি গঠন করা হয়েছিল, যার নাম ছিল মেটা। এখন মেটা নিজেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক চালায়। জানা গিয়েছে, মেটা ঘোষণা করেছে, এই তিনটি অ্যাপের জন্য পেইড পরিষেবা আনতে চলেছে সংস্থা। আগামী দিনে কিছু টাকা নিয়ে ব্যবহারকারীদের উন্নত ফিচার দেবে এই সংস্থা। এর জন্য মেটা নিউ মনিটাইজেশন এক্সপেরিয়েন্স নামে একটি নতুন প্রোডাক্ট কোম্পানি প্রতিষ্টা করছে। যা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে অর্থ পরিষোর বৈশিষ্ট্যগুলির জন্য কাজ করবে। এই ইউনিটের প্রধান হবেন প্রতিতী রায়চৌধুরী, যিনি এর আগে মেটা-র গবেষণা প্রধান ছিলেন
প্রতিবেদনে মেটার বিজ্ঞাপন ও ব্যবসায়িক পণ্যের প্রধান জন হেগম্যানের সঙ্গে একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানেই এই বিষয়টি উঠে আসে।

Related Articles