Sambad Samakal

Chattisgarh: ছত্তিশগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২ শিশু সহ ৭

Sep 12, 2022 @ 10:27 am
Chattisgarh: ছত্তিশগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২ শিশু সহ ৭

ছত্তিশগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিশু সহ ৭ জনের। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কোরবা জেলার মাদাইঘাট এলাকায়। প্রচণ্ড গতিতে থাকা যাত্রীবোঝাই একটি দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে।

প্রচণ্ড আঘাতের অভিঘাতে বাসের সামনের অংশটি কার্যত তুবড়ে গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, রাতে বাস চালানোর সময়ে হয়তো ঘুমিয়ে পড়েছিলেন চালক। আর তার ফলেই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা।

Related Articles