Sambad Samakal

SBSTC: একটানা বিক্ষোভ, স্তব্ধ দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা

Sep 26, 2022 @ 10:20 am
SBSTC: একটানা বিক্ষোভ, স্তব্ধ দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা

একটানা সাত দিনে পা দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ। আর তার জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত ডিপোর সামনেই পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবহন শ্রমিকরা। দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর ও করুনাময়ী ডিপো থেকে হাতে গোনা কয়েকটি বাস বেরোলেও, অধিকাংশ বাসই দাঁড় করানো রয়েছে ডিপোর মধ্যে।

বাস পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় চরম ভেগান্তির শিকার হচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারি বাস বা ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। পুজোর আগে পরিবহন শ্রমিকদের এই বিক্ষোভের জেরে তৈরি হওয়া এই অচলাবস্থা কীভাবে কাটে, সেটাই এখন দেখার।

Related Articles