Sambad Samakal

CBI: প্রাথমিক নিয়োগ মামলায় ফের সিবিআই, মানিককে হেফাজতে নিয়ে জেরা! কী নির্দেশ আদালতের?

Sep 27, 2022 @ 2:28 pm
CBI: প্রাথমিক নিয়োগ মামলায় ফের সিবিআই, মানিককে হেফাজতে নিয়ে জেরা! কী নির্দেশ আদালতের?

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিট বেআইনি ভাবে নষ্ট করার ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। ওএমআর শিট নষ্ট করার পেছনে অপরাধমূলক অভিসন্ধি থাকতে পারে বলে নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরসঙ্গেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে এদিন রাত ৮টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। প্রয়োজনে এই মামলায় মানিককে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কাদের উত্তরপত্র ওএমআর শিট নষ্ট করা হয়েছে, সেই তথ্য খুঁজে বের করতে হবে সিবিআইকে।

Related Articles