Sambad Samakal

Primary TET: দু’রাত পার, এখনও অনশন আন্দোলনে অনড় টেট চাকরিপ্রার্থীরা

Oct 19, 2022 @ 10:20 am
Primary TET: দু’রাত পার, এখনও অনশন আন্দোলনে অনড় টেট চাকরিপ্রার্থীরা

পরপর দু’রাত খোলা আকাশের নীচে সল্টলেকের রাজপথে বসে রয়েছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের একটাই দাবি, অবিলম্বে তাদের নিয়োগপত্র দিতে হবে। সোমবার দুপুর থেকে শুরু হওয়া অবস্থান আন্দোলন, মঙ্গলবার থেকে আমরণ অনশনের রূপ নিয়েছে।

আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে টেট পাশ করা চাকরিপ্রার্থীদের পৃথক ভাবে নিয়োগ করতে হবে। কারণ তারা ইতিমধ্যেই লিখিত পরীক্ষা ও দু’বার ইন্টারভিউ দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, নিয়োগপত্র পাওয়ার জন্য ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরও ইন্টারভিউতে বসতে হবে।

Related Articles