Sambad Samakal

Mamata: গোবিন্দভোগ চালে ২০% কর! প্রত্যাহারের দাবিতে মোদিকে চিঠি মমতার

Nov 3, 2022 @ 5:39 pm
Mamata: গোবিন্দভোগ চালে ২০% কর! প্রত্যাহারের দাবিতে মোদিকে চিঠি মমতার

গোবিন্দভোগ চালের ওপরে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০ শতাংশ অতিরিক্ত কাস্টমস ডিউটি বসানো হয়েছে। এই পদক্ষেপের প্রতিবাদ করে অবিলম্বে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিভিন্ন জেলায় উৎপন্ন হওয়া গোবিন্দভোগ চালের ওপরে অতিরিক্ত কর খুচরো বাজারে এর মূল্যবৃদ্ধি করবে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর।

মোদিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অতিরিক্ত করের কারণে গেবিন্দভোগ চালের বিদেশে রফতানিও মার খাবে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক কেন্দ্রের পক্ষ থেকে। মমতা লিখেছেন, বাসমতি চালের ওপরে এই অতিরিক্ত কর চাপানো হয়নি। ফলে একইভাবে বহুল প্রচলিত গোবিন্দভোগ চালের ওপরে অতিরিক্ত কর চাপানোর কোনও যুক্তি নেই। এখন দেখার বাংলার মুখ্যমন্ত্রীর চিঠির ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

Related Articles