বাড়ির মেঝে খুঁড়তেই হদিশ মিলল বিপুল বিদেশি অস্ত্র ভাণ্ডারের! শুক্রবার দুপুরে সন্দেশখালিতে সিবিআই অভিযানে চাঞ্চল্য। জানা যাচ্ছে, এদিন সকাল থেকে সড়বেরিয়ার একটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।
ওই বাড়ির মেঝে খুঁড়তেই বেরিয়ে আসে বেশ কয়েকটি বিদেশি বন্দুক, কার্তুজ। এছাড়াও বেশ কয়েকটি দেশি বন্দুকও পাওয়া গিয়েছে বলে খবর। অন্যদিকে, ওই বাড়িটিতে বোমা মজুত করা আছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কে বা কারা, কোথা থেকে এই বিপুল অস্ত্র সংগ্রহ করে মজুত করে রেখেছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা।