দেব-জুন জিতলেই ঘাটাল তথা মেদিনীপুরবাসীর জন্য বিশেষ উপহারের কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পিংলার জনসভা থেকে তৃণমূলের তারকা প্রার্থী দেবের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
এদিন মমতা বলেন, “দেব বলেছিল, এবার ও দাঁড়াবে না, ওকে ছেড়ে দিতে, অনেক কাজ আছে। কিন্তু আমরা ওঁকে ছাড়িনি। দেব-জুন জিতলে মানুষের জন্য কাজ করবে। আমি আপনাদের কথা দিচ্ছি৷ দেব যদি জেতে, জুন মালিকা যদি জেতে ঝাড়গ্রাম থেকে, তাহলে ঘাটাল মাস্টারপ্ল্যান আমি আপনাদের উপহার দেব। কারোর সাহায্য আমাদের দরকার নেই। নিজেদের টাকাতেই আমরা এটা করে দেব।”