Sambad Samakal

Weather: পরিষ্কার আকাশ, নামছে তাপমাত্রার পারদ? নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

Nov 4, 2022 @ 9:31 am
Weather: পরিষ্কার আকাশ, নামছে তাপমাত্রার পারদ? নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

শুক্রবার সকাল থেকেই মোটের ওপর পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন বেলার দিকে রোদের তেজ কিছুটা বাড়বে। বিকেলের পর থেকেই হালকা ঠান্ডার আমেজ উপভোগ করবেন কলকাতাবাসী। তাপমাত্রার পারদ কমে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েক দিনে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।

Related Articles