শুক্রবার দ্বিতীয় দফা ভোটের দিন সন্দেশখালি থেকে বিপুল পরিমাণে অস্ত্রোদ্ধারের ঘটনায় এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। কেন রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ভোটের দিন এই ধরনের অভিযান সংগঠিত হল, সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে।
তৃণমূলের পাঠানো অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ভোটারদের মনে শাসক দল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতেই এই ধরনের অভিযান চালানো হয়েছে। আদৌ অস্ত্রোদ্ধার হয়েছে, নাকি কেন্দ্রীয় এজেন্সি তা রেখে দিয়েছিল, তা বোঝার উপায় নেই। তাই এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তৃণমূল।