Sambad Samakal

Nabanna: বকেয়া মেটাল কেন্দ্র! অবশেষে কোন খাতে, কত টাকা এল নবান্নে?

Nov 5, 2022 @ 5:08 pm
Nabanna: বকেয়া মেটাল কেন্দ্র! অবশেষে কোন খাতে, কত টাকা এল নবান্নে?

একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অবশেষে একটি কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার বরাদ্দ অর্থ পাঠালো মোদি সরকার। নবান্ন সূত্রে খবর, মোট ৯৫৫ কোটি টাকা পাঠিয়েছে দিল্লি। ‘সর্বশিক্ষা অভিযানের’ খাতে এই বিপুল পরিমাণ টাকা বহুদিন ধরেই বকেয়া ছিল।

তবে একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা আসেনি এখনও। প্রসঙ্গত, গোটা দেশজুড়ে নয়া শিক্ষানীতি লাগু করার পথে রয়েছে কেন্দ্র। অন্যদিকে বেশ কিছু দিন আগেই রাজ্যের নয়া শিক্ষানীতিও প্রকাশিত হয়েছে। কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহেই দেখা গিয়েছে, বহু ক্ষেত্রেই কেন্দ্রীয় নীতির সঙ্গে মিলে গিয়েছে রাজ্যের শিক্ষা নীতি। এই কারণেই কী শিক্ষা খাতের বকেয়া অর্থ মিটিয়ে দিল কেন্দ্র! ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related Articles