Sambad Samakal

Earthquake: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

Nov 10, 2022 @ 10:52 am
Earthquake: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ফের মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বুধবার রাত প্রায় ২.৩০ মিনিট নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪.৩। তবে এই ঘটনায় এখনও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্টব্লেয়ার। ঘুমের মধ্যেই আচমকাই কম্পন অনুভূত হওয়ায় অনেকেই দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা এই ভূমিকম্পের পরে সুনামির মতো তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা করলেও, বড় কোনও ধরনের বিপর্যয় শেষপর্যন্ত আসেনি।

Related Articles