Sambad Samakal

SSC Recruitment: ভেঙে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন! নিয়োগ মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

Nov 17, 2022 @ 3:26 pm
SSC Recruitment: ভেঙে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন! নিয়োগ মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

ফের নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। অতিরিক্ত শূন্য পদে কর্মশিক্ষক ও শারীরশিক্ষক নিয়োগ প্রসঙ্গে দ্বিমত পোষণ করছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন! আর এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, “রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান যদি ভিন্ন হয়, তাহলে কমিশন ভেঙে দেওয়া হোক।”

প্রসঙ্গত, আদালতের নির্দেশে বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য সরকার। উল্টোদিকে আদালতে কমিশন দাবি করে, অবৈধভাবে যাঁরা চাকরি পেয়েছেন এবং যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের নিয়োগ দেওয়ার জন্যই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। আর কমিশনের এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট।

বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, “যাঁরা অসৎ উপায়ে চাকরি পয়েছেন, তারা অন্য কোথাও কাজ করতে পারেন, কিন্তু শিক্ষক হিসেবে না। এরা শিক্ষকতা করলে অন্য কেউ নয়, ক্ষতিগ্রস্ত হবেন ছাত্ররা।” এদিন এই বিষয়ে রাজ্যের জবাব তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যে হলফনামার আকারে জবাব জমা দিতে হবে রাজ্যকে।

Related Articles